বাউন্ডারি হাঁকিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৩ হাজার রানের মাইলফলক আজই স্পর্শ করেন সাকিব। একইসঙ্গে তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে মুশফিক ও তামিমের পর টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকালেন এ তারকা ক্রিকেটার।
তিন হাজারি রানের খাতায় নাম লেখানোর পরই ১৫০ বলে ১৪টা চোখ ধাঁধানো চারের মার দিয়ে সেঞ্চুরি হাঁকান সাকিব। পরবর্তী শতক গড়তে লেগেছে ১০৩ বল। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে চোখ ধাঁধানো ব্যাটিংয়ে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে গেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টের আগে ৩ হাজার ছুঁতে সাকিবের প্রয়োজন ছিল ৭১ রান। আগের দিন ৫ রানে অপরাজিত থাকা সাকিব দ্বিতীয় দিন দারুণ ব্যাট করে এগিয়ে নিলেন দলকে। নিজেও স্পর্শ করলেন মাইলফলক। রেকর্ডের ওপরে রেকর্ড। ছুঁয়ে ফেললেন তিন হাজারি কোটা, করলেন ডাবল সেঞ্চুরি।
সাকিব-মুশফিকের ৩৫৯ রানের পার্টনারশিপে ভর করে বাংলাদেশ দ্বিতীয় দিনে ৫০০ রানের কোটা অতিক্রম করেছে। সর্বশেষ মুশফিকুর রহিম ব্যক্তিগত ১৫৯ রান করে প্রতিপক্ষের তালুবন্দী হয়েছেন। এ প্রতিবেদন লেখার সময় ১২৯ ওভারে ৫ উইকেট হারিয়ে দলীয় ৫২৪ রানে ব্যাট করছেন সাকিব আল হাসান ও সাব্বির রহমান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ