নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে ব্যক্তিগত ২১৭ রানের স্কোর গড়ে প্রতিপক্ষের শিকারে পরিণত হলেন বাংলাদেশের সাকিব আল হাসান। তার আগেই টেস্টে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডটি করে ফেলেন এ ক্রিকেটার। এর আগে খুলনায় পাকিস্তানের বিপক্ষে ২০৬ রান নিয়ে এ রেকর্ডটি ছিল তামিম ইকবালের। সাকিব ছাড়িয়ে যাওয়ার সময় মাঠের বাইরে থেকে হাসিমুখে তালি দিয়ে অভিনন্দন জানান তামিম।
একইসঙ্গে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এদিন ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন সাকিব। তৃতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে মুশফিক ও তামিমের পর টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানোর রেকর্ডটিও দখলে নিয়েছেন এদিন তিনি।
সাকিব দিন শুরু করেছিলেন ৫ রান নিয়ে। ১৫০ বলে স্পর্শ করেন চতুর্থ টেস্ট সেঞ্চুরি। ১৯১ বলে ছুয়েঁছেন দেড়শ। কলিন ডি গ্র্যান্ডহোমকে দারুণ এক স্কয়ার কাটে চার মেরে দুইশ'র ঠিকানায় পৌঁছেন ২৫৩ বলে।
অসাধারণ এক জুটিতে সেঞ্চুরি করেন মুশফিকুর রহিমও। সেঞ্চুরির পরও এগিয়ে যান দু'জন। গড়েন বাংলাদেশের হয়ে সবচেয়ে বড় জুটির রেকর্ড। এরপরই ট্রেন্ট বোল্টের বেরিয়ে যাওয়া বলে ড্রাইভ করতে গিয়ে ১৫৯ রানে ফিরে যান মুশফিক। ভাঙে ৩৫৯ রানের ম্যারাথন জুটি। সাকিব তখন অপরাজিত ২০৫ রানে। কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ডটি গড়েন।
সাকিব ও তামিম ছাড়া বাংলাদেশের হয়ে ডাবল সেঞ্চুরি আছে আর কেবল মুশফিকেরই। তিনি বাংলাদেশকে প্রথম ডাবল সেঞ্চুরি উপহার দিয়েছিলেন ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে।
সাকিব-মুশফিক-তামিম-মুমিনুলের ব্যাটে ভর করে দ্বিতীয় দিন শেষে বড় সংগ্রহ দাঁড় করে টিম টাইগার। ১৩৬ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৫৪২ রান। রানের এ পাহাড়ে উঠতে সাকিব করেছেন ২১৭, মুশফিক ১৫৯, মুমিনুল ৬৪, তামিম ৫৬, মাহমুদউল্লাহ ২৬, ইমরুল কায়েস ১, ও সাব্বির ১০ রান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ