নিউজিল্যান্ডের বিপক্ষে স্বল্প দৈর্ঘ্যের ক্রিকেটে অনুজ্জ্বল ছিল বাংলাদেশি ব্যাটসম্যারা। কিন্তু টেস্ট ফরম্যাটে এসেই যেন বদলে গেছে টাইগারদের ব্যাটিং লাইনআপ। প্রথম দিনে তামিম ইকবাল ৫০ বলে খেলেছেন ৫৬ রানের ঝড়ো ইনিংস। তবে মুুমিনুল হকের দৃঢ়তায় প্রথমদিনটি বাংলাদেশেরই ছিল। তবে দ্বিতীয় দিনের শুরুতেই উইকেট খোয়ান মুমিনুল হক (৬৪)। বাংলাদেশের ইনিংসে একটি ধাক্কা লাগলেও তারপর থেকে শুধুই সাকিব-মুশফিক বন্দনা।
সাকিব আল হাসানের রেকর্ডময় ডাবল সেঞ্চুরি ও অধিনায়ক মুশফিকুর রহীমের সেঞ্চুরিতে ৭ উইকেটে ৫৪২ রান করে দ্বিতীয় দিন শেষ করেছে টাইগাররা। ফলে বড় সংগ্রহের পথে রয়েছে বাংলাদেশ।
বিডি প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম