অধিনায়কত্ব ছাড়ার পর এই প্রথম মুখ খুললেন মহেন্দ্র সিং ধোনি। রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচ খেলতে ভারতীয় দল পৌঁছে গেছে পুনেতে। দলের সঙ্গে অনুশীলনে নামার আগে সংবাদমাধ্যমের কাছে ভারতের সাবেক এই অধিনায়ক জানালেন, ‘সঠিক সময়ে নেতৃত্ব ছেড়ে দিয়েছি। একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছি আমি। দেশের তরুণরা বেশ ভালো ক্রিকেট খেলছে। ওদের বেশি সুযোগ প্রয়োজন।’
ভারতের তিন ধরণের ক্রিকেটেই এখন নেতৃত্ব দেবেন বিরাট। কোহলির কাজটা কঠিন কিনা এ প্রসঙ্গে ধোনি জানালেন, ‘টেস্টে বিরাট ভাল নেতৃত্ব দিচ্ছে। এবার সীমিত ওভারের ক্রিকেটেও দায়িত্বটা বিরাটের উপরই। আমি তো বলব বিরাট সফল হবেই। ক্রিকেটার হিসেবে ওকে পরামর্শ দেব। ব্যক্তিগতভাবে মনে করি সব ঘরানার ক্রিকেটে একজন অধিনায়কই থাকা উচিত।’
ক্রিকেট জীবনে ইনিংস শুরু যেমন করেছেন, তেমনই লোয়ার মিডল অর্ডারেও ব্যাট করেছেন। ছয় নম্বরেই বেশি সফল ধোনি। ইদানীং অবশ্য চার নম্বরে নামাটাই পছন্দ করছেন মাহি। ইংল্যান্ডের বিরুদ্ধেও কী চারেই নামবেন কিনা এ ব্যাপারে তিনি জানালেন, ‘চার নম্বরে নামলে ইনিংস তৈরি করার সুযোগ থাকে। বেশি বল খেলা যায়। এখন তো সিদ্ধান্ত আমি নেব না। দল চাইলে চারে যাব। তবে যে কোনও পজিশনে খেলার জন্য প্রস্তুত আমি। প্রয়োজনে সাতেও নামতে পারি।’
ভারতীয় দলের ভবিষ্যৎ নিয়ে দারুণ আশাবাদী ধোনি। তিনি আরও জানালেন, ‘এই দল বিশ্বের যে কোনও জায়গায় জেতার ক্ষমতা রাখে। দলে ভাল মানের পেস বোলার রয়েছে। আমার তো মনে হচ্ছে কোহলি অধিনায়ক হিসেবে অনেক বেশি সফল হবে। শুধু তাই নয়, বিরাটের দল ইতিহাসও তৈরি করবে।’
বিডি-প্রতিদিন/ ১৩ ডিসেম্বর, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-২