অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি পাকিস্তান। এবার তারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচেও পরাজিত হয়েছে। ব্রিসবেনে সীমিত ওভারের ক্রিকেটে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া জিতল ৯২ রানে।
প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে অস্ট্রেলিয়া তুলেছিল ৯ উইকেটে ২৬৮ রান। দলের পক্ষে শতরান করেন ম্যাথু ওয়েড। তিনি অপরাজিত ছিলেন ১০০ রানে। তিনি ৭ টি চারের পাশাপাশি মেরেছেন ২ টি ছয়। দলে ফিরেই গ্লেন ম্যাক্সওয়েল করেন ৬০। ডেভিড ওয়ার্নার (৭), স্টিভ স্মিথ (০), ক্রিস লিন (১৬), মিচেল মার্শ (৪)–রা ব্যর্থ। পাকিস্তানের সফল বোলার হাসান আলি। তিনি পেয়েছেন ৩ উইকেট। ২ টি করে উইকেটে পেলেন মোহম্মদ আমির এবং ইমাদ ওয়াসিম।
জবাবে ৪২.৪ ওভারে ১৭৬ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। কোনও পাক ব্যাটসম্যানই অজি বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩৩ করলেন বাবর আজম। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছে পাকিস্তান।
অস্ট্রেলিয়ার জেমস ফকনার নিয়েছেন ৪ উইকেট। প্যাট কামিন্সের দখলে ৩ উইকেট। মিচেল স্টার্ক পেলেন ২টি। ৫ ম্যাচের সিরিজে ১–০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
বিডি-প্রতিদিন/ ১৩ ডিসেম্বর, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-৭