বেশ কিছুদিন ধরেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভক্তদের হয়রানির শিকার হচ্ছেন সেলিব্রেটিরা। বিদেশি ক্রীড়াবিদ, দেশীয় অভিনেত্রী, দেশীয় ক্রীড়াবিদ কেউ বাদ যাননি এই হয়রানির হাত থেকে। এ বার ভারতের ক্রিকেটার স্টুয়ার্ট বিনিকে ভক্তদের বিশ্রী ভাষার সম্মুখীন হতে হল।
কিন্তু তার জবাবে বিনি যা করলেন, তা এ যাবৎ কেউ করেননি। এর আগেও বিনিকে কম সমালোচনার শিকার হতে হয়নি। বিনি পারফর্ম করতে না পারলেই ভক্তরা তার স্ত্রী মায়ান্তির উদাহরণ তুলে তাকে গালমন্দ করতেন। সব দেখেশুনে ধৈর্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল মায়ান্তির। তিনিও পাল্টা একহাত নিয়েছিলেন ভক্তদের। তার পরে দীর্ঘদিন সব চুপচাপ ছিল।
সম্প্রতি স্টুয়ার্ট বিনি একটি ছবি পোস্ট করেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। যেই না মায়ান্তির সঙ্গে স্টুয়ার্টের ছবি আপলোড করা হয়েছে ইনস্টাগ্রামে, সঙ্গে সঙ্গেই ভক্তদের মন্তব্যের ঝড় ওঠে। সেই সব মন্তব্য মোটেও সুখকর নয়। বিশ্রী ভাষায় স্টুয়ার্ট বিনিকে আক্রমণ করা হয়েছে।
এ সব দেখে স্টুয়ার্ট বিনির মেজাজ চড়ে যায়। তিনি তৎক্ষণাৎ ব্যবস্থা নেন ভক্তদের বিরুদ্ধে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কমেন্ট সেকশন ব্লকই করে দেন। ভক্তদেরও যথাযোগ্য শিক্ষা দিলেন এই ক্রিকেটার। এ বার থেকে ভক্তরা আর স্টুয়ার্ট বিনি ও মায়ান্তির ব্যক্তিগত জীবনে অনুপ্রবেশ ঘটাতে পারবে না। সেই সঙ্গে অনধিকার চর্চাও করতে পারবে না।
বিডি-প্রতিদিন/ ১৩ ডিসেম্বর, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১৬