নতুন বছরে নিজের লক্ষ্য স্থির করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবারই প্রথম কনফেডারেশন কাপে খেলতে দেখা যাবে পর্তুগালকে। আর প্রথমবারই আন্তর্জাতিক এই ট্রফিটা জিততে চান সিআর সেভেন।
ফুটবল কেরিয়ারে স্বপ্নের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ফুটবলের পোস্টার বয়। দেশের জার্সিতে জিতেছেন ইউরো কাপ। রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ। ব্যালন ডিওর ও ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে রোনালদো পিছনে ফেলেছেন মেসিসহ সবাইকেই।
এবার কনফেডারেশন কাপেও সেই ফর্মটা ধরে রাখতে মরিয়া রোনালদো। কনফেডারেশনে রাশিয়া, নিউজিল্যান্ড ও মেক্সিকোর সঙ্গে এক গ্রুপে রয়েছে পর্তুগাল।