৫৯৫ রানে ২ উইকেট হাতে রেখে ইনিংস ঘোষণা করেছে টাইগাররা। এর আগে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলার শুরুতেই ক্যাচ দেন তাসকিন আহমেদ। অভিষিক্ত হওয়া এ পেসার করেছেন ৩ রান।
তবে সাব্বির রহমান আর তাসকিন আহমেদের জুটিতে তৃতীয় দিনের শুরুতেই সাড়ে পাঁচশ রান ছাড়ায় বাংলাদেশ দল। টেস্টে এ নিয়ে চতুর্থবার ৫৫০ ছাড়াল তারা।
নিজেদের টেস্ট ইতিহাসে তাদের এর চেয়ে বড় স্কোর আছে আর একটিই। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে ৬৩৮।