ক্যারিয়ারের প্রথম উইকেটের স্বাদ পেয়েছেন নিউজিল্যান্ড সিরিজে অভিষিক্ত তাসকিন আহমেদ। নিজের অষ্টম ওভার করতে এসে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে শিকার বানান তাসকিন। ৫৪ বলে হাফ সেঞ্চুরির পরই উইলিয়ামসন তাসকিনের বলে উইকেট কিপার ইমরুল কায়েসের গ্লাভসবন্দী হন।
এখন পর্যন্ত ১১ ওভার বল করে তাসকিন মোট রান দিয়েছেন ৫১টি। তবে আজ প্রথম উইকেটি পেয়েছেন কামরুল ইসলাম রাব্বি। জিত রাভালকে ইমরুল কায়েসের ক্যাচে পরিণত করে প্রথম আঘাত হানেন মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা এ তরুণ ক্রিকেটার।
তিন উইকেট হারিয়ে নিউজিল্যান্ড দলের এখন পর্যন্ত সংগ্রহ ৫২.৩ ওভারে ২২০। এর আগে ৫৯৫ রানে দুই উইকেট হাতে রেখে ইনিংস ঘোষণা করে টাইগাররা।
বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি, ২০১৭/ফারজানা