নিউজিল্যান্ড সফরে ব্যাটিং ব্যর্থতার সঙ্গে আরও একটি বিষয় ছিল ভীষণ দৃষ্টিকটু। এই সফরে প্রায় ২০টির মতো ক্যাচ ফেলেছে বাংলাদেশের ফিল্ডাররা। তার চেয়েও শঙ্কার বিষয় হচ্ছে- ফিল্ডিংয়ের সময় ডাইভ দিতে গিয়ে ইনজুরিতে পড়েছেন অনেকেই। বিষয়টি বেশ ভাবিয়ে তুলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। এ সমস্যা সমাধানে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফিল্ডার জন্টি রোডসকে আনা হচ্ছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বাউন্ডারি সীমানায় বল থামাতে গিয়ে ইনজুরিতে পড়েন ইমরুল কায়েস। বিপিএলে মোহাম্মদ শহীদ ও শফিউল ইসলাম বল থামাতে গিয়ে ইনজুরিতে পড়লে নিউজিল্যান্ড সফরের দল থেকেই ছিটকে যান।
ডাইভিংয়ে ক্রিকেটারদের অভ্যস্ত করতে এবার ফিল্ডিং পরামর্শক হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জন্টি রোডসকে নিয়োগ দেয়ার চিন্তা-ভাবনা করছে বিসিবি। বিসিবি সভাপতি নাজমুল হাসান মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন।
ফিল্ডিংয়ে উন্নতি ও ফিটনেস ঘাটতি দূর করতে রোডসকে আনা হচ্ছে বলে জানান পাপন। তিনি বলেন, 'শারীরিক সমস্যা আছে খেলোয়াড়দের। নইলে এতজন চোটে পড়বে কেন? ফিল্ডিংয়ের সময় বল ধরতে গেলে এবং রান নিতে গেলে ডাইভ দিতে হয়। আপনি যদি ডাইভ দিতে গিয়ে চোট পান তাহলে বলব, ফিটনেস সমস্যা আছে। তাই আমরা খেলোয়াড়দের ফিটনেসের দিকে আরও বেশি করে নজর দেব। আর যেসব ক্যাচ পড়েছে তা তো দুর্ভাগ্যজনক। এজন্য জন্টি রোডসকে ফিল্ডিং পরামর্শক করে নিয়ে আনছি আমরা। কথা প্রায় চূড়ান্ত করে ফেলেছি।' তবে জন্টি রোডস কবে আসবেন, সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি বিসিবি সভাপতি।
রোডস এলে স্বল্পকালীন সময়ের জন্য বাংলাদেশ দলের ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন বলে জানান বিসিবি সভাপতি। ২০১৫ সালে জন্টি রোডস শ্রীলংকা জাতীয় দলের ক্রিকেটারদের ১০ দিনের ফিল্ডিং ক্যাম্প করান।
৪৭ বছর বয়সী জন্টি রোডস মিডলঅর্ডার ব্যাটসম্যান হলেও ফিল্ডার হিসেবেই কিংবদন্তির তকমা পেয়েছেন। সর্বকালের সেরা ফিল্ডার হিসেবে ধরা হয় তাকে। প্রোটিয়াদের হয়ে ৫২টি টেস্ট ও ২৪৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন জন্টি রোডস।
বিডি প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম