Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:৩৫

বান্ধবীর সঙ্গে ঝামেলায় জড়ালেন ম্যারাডোনা

অনলাইন ডেস্ক

বান্ধবীর সঙ্গে ঝামেলায় জড়ালেন ম্যারাডোনা
সংগৃহীত ছবি

ফের বিতর্কে জড়ালেন ফুটবল রাজপুত্র দিয়াগো ম্যারাডোনা। এবার নিজের বান্ধবী রোকিও অলিভিয়েরার সঙ্গেই ঝামেলায় জড়ালেন তিনি। তাদের এই ঝামেলা এতটাই গড়ায় যে, শেষমেশ পুলিশ পর্যন্ত ডাকতে হয়। তবে খুব বড়সড় কিছু ঘটেনি বলেই জানা গেছে। 

নিজের সাবেক দল নাপোলিকে সমর্থন করতে এই মুহূর্তে মাদ্রিদে রয়েছেন ম্যারাডোনা। সেখানে বান্ধবী রোকিওর সঙ্গে একটি নামী হোটেলে রয়েছেন তিনি। বুধবার সকালে এই ফুটবল তারকার সঙ্গে তার বান্ধবীর ‌উত্তপ্ত বাদানুবাদ হতে শোনা যায়। এক সময় রোকিও পুলিশকে ফোন করে জানান তার সাহায্যের প্রয়োজন। এরপর পুলিশ এবং অ্যাম্বুলেন্সকে পরপর হোটেলে ঢুকতে দেখা যায়। তবে বিষয়টি গুরুতর না হওয়ায় পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। 

এদিকে ম্যারাডোনা বা রোকিও কেউই একে অপরের নামে অভিযোগ করেননি। ঘণ্টাদুয়েক থাকার পর পুলিশও চলে যায়। তবে শোনা গেছে, এর আগে স্প্যানিশ টেলিভিশন চ্যানেলের এক সাংবাদিকও অভিযোগ করেছিলেন, তিনি ম্যারাডোনার সাক্ষাৎকার নিতে যাওয়ায় তাকে হেনস্থা করা হয়।‌‌‌‌

 

বিডি-প্রতিদিন/ ১৬ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২


আপনার মন্তব্য