জনসংখ্যার হার কমিয়ে বিশ্বের প্রথম দেশ হিসেবে রেকর্ড করল ভুটান। ২০১২ সালের সমীক্ষায় দেখা গিয়েছিল ভুটানে টোট্যাল ফার্টিলিটি রেট বা টিএফআর ২.১। টিএফআ'র অর্থ, কোনও মহিলা সন্তান প্রজননের বয়সের মধ্যে কত সংখ্যক সন্তানের জন্ম দিয়েছেন।
ভুটানের মতো দেশ, যার দেশজ সম্পদ সীমিত, সেখানে টিএফআর বেশি হলে তা দেশের আর্থিক এবং সামাজিক অবস্থার পক্ষে ক্ষতিকারক। ২০১২ সালের সমীক্ষার পর রীতিমতো উদ্বেগ ছড়িয়েছিল ভূটান সরকারের মধ্যে। কিন্তু ২০১৭ সালের সমীক্ষা শেষে স্বস্তির শ্বাস ফেলেছে দেশটির সরকার। কারণ দেশে সন্তান জন্মের হার আগের থেকে কম হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংগঠন বলছে, টিএফআর যখন ২.১ থাকে কোনও দেশে, তখনই জনসংখ্যা স্থির থাকে। এর ঠিক মূল্যায়ন তখনই হয়, যখন একজন মহিলা তার প্রজননকালের মধ্যে গড়ে কত সন্তানের জন্ম দিয়েছেন তা দেখার সঙ্গে সঙ্গেই দেখা হয় তিনি কোনও কন্যারও জন্ম দিয়েছেন কিনা এবং সেই কন্যা সন্তানধারণের বয়স পর্যন্ত পৌঁছেছে কিনা।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        