ক্রিকেটের নতুন ফরম্যাট টি-টেন লিগ। নতুন এই ফরম্যাটে পাখতুনস'র হয়ে প্রথম অর্ধশতক রান করেছেন তামিম ইকবাল। অর্ধশতকের উপর ভর করে ৪ উইকেট হারিয়ে ১০ ওভারে সংগ্রহ ১১৪ রান করেছে পাখতুনস।
দিনের ৬ষ্ঠ ম্যাচে তামিমের পাখতুনস মাঠে নামে টিম শ্রীলঙ্কার বিপক্ষে। এই ম্যাচে টসে জিতে ব্যাটিং নেন পাখতুনস অধিনায়ক আফ্রিদি।
প্রথমে ব্যাট করতে নেমে তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ে ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে পাখতুনস। তামিম ২৭ বলে ৫৬ রান করে অপরাজিত রয়েছেন।
বিডি প্রতিদিন/১৬ ডিসেম্বর ২০১৭/আরাফাত