বাম কুঁচকির ইনজুরির কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার মার্কোস লোরেন্তে। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
এই সময়ের মধ্যে লোরেন্তে ভিয়ারেল, রিয়াল সোসিয়েদাদ, লেগানেস, রিয়াল বেটিস ও সেভিয়ার বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না। কিন্তু বিশ্রামের সময় ছয় সপ্তাহ হলে এস্পানেয়ল, দিপোর্তিভো আলাভেস ও অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচেও তাকে দলের বাইরেই থাকতে হবে।
ইনজুরির বিষয়টি নিশ্চিত করে মাদ্রিদের পক্ষ থেকে জানানো হয়েছে সমস্যাটি গ্রেড টু পর্যায়ের। এর অর্থ হচ্ছে আগামী তিন থেকে ছয় সপ্তাহ লোরেন্তেকে বিশ্রামে থাকতে হবে।
উল্লেখ্য, ২০১৮ সালের শেষের দিকে লোরেন্তে ক্রমেই মাদ্রিদ কোচ সানতিয়াগো সোলারির আস্থা অর্জন করেছিলেন। লা লিগায় শেষ তিনটি ম্যাচ ছাড়াও ক্লাব বিশ্বকাপের ফাইনালেও স্প্যানিশ এই তরুণ মিডফিল্ডার মূল একাদশে জায়গা করে নিয়েছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ