ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার অবনমন অঞ্চলে থাকা সাউথ্যাম্পটনের বিপক্ষে হোঁচট খেয়েছে চেলসি। নিজেদের মাঠে ড্র করে পয়েন্ট হারিয়ে নতুন বছরের শুরুটা ভালো হলো না মাউরিসিও সাররির দল।
বুধবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে শুরু থেকে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি চেলসি। যোগ করা সময়েও উভয় দল গোল করতে ব্যর্থ হলে চলতি লিগে পঞ্চম ড্র নিয়ে মাঠ ছাড়ে চেলসি।
স্ট্যামফোর্ড ব্রিজে গোলশূন্য ড্র করা চেলসি ২১ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম