বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতাতে ঢাকায় এসে পৌঁছেছেন অস্ট্রেলিয়ার সাবেক সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। বুধবার দিবাগত রাতে ঢাকায় পা রাখেন বাঁহাতি এই মারকুটে ওপেনার। প্রথমবারের মতো বিপিএলে খেলতে আসা ওয়ার্নার নেতৃত্ব দেবেন সিলেট সিক্সার্সকে।
আগামী ৫ জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে বিপিএলের এই জমজমাট আসর। ডেভিড ওয়ার্নার ছাড়াও সিলেট সিক্সার্সের হয়ে খেলতে পাকিস্তানি অলরাউন্ডার সোহেল তানভীর ও নেপালের তারকা লেগস্পিনার সন্দ্বীপ লামিচানেও বুধবার রাতে ঢাকায় এসে পৌঁছেছেন।
বিডি-প্রতিদিন/০৩ ডিসেম্বর, ২০১৯/মাহবুব