প্রিমিয়ার লিগে নেতৃত্বের আসনে থাকা লিভারপুলের মুখোমুখি হতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। ইয়ুর্গেন ক্লপের অপরাজিত লিভারপুলের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে পেপ গর্দিওলার সিটি।
সাউদাম্পটনকে হারানোর আগে দুটি ম্যাচে হারতে হয়েছে সিটিকে। আর লিভারপুলের সঙ্গে শেষ চার ম্যাচেই হেরেছে সিটি। এতে সিটির নৈপুণ্য নিয়ে অনেকে সন্দেহ করা শুরু করেছেন বলে মনে করেন সিটি কোচ।
পেপ গর্দিওলা সংবাদ সম্মেলনে বলেন, আমি জানি কেউ আমাদের বিশ্বাস করে না। সবাই বলাবলি করছি 'যদি আমরা হেরে যাই?'। কিন্তু আমরা জিততে জানি।
তিনি আরও বলেন, এই মুহূর্তে লিভারপুল ইউরোপের সেরা দল, বিশেষ করে তারা জয়ের ক্ষেত্রে যেভাবে ধারাবাহিকতা ধরে রেখেছে এবং যেভাবে খেলায় নিয়ন্ত্রণ বজায় রাখছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ফারজানা