হাঁটুর ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন পাকিস্তানের বাঁ-হাতি ব্যাটসম্যান হারিস সোহেল। বক্সিং-ডে সিরিজে প্রথম টেস্ট শুরুর ৯০ মিনিট আগে ইনজুরিতে পড়েন তিনি। ফলে ওই টেস্টে আর খেলতে পারেননি সোহেল।
টিম ম্যানেজমেন্ট আশা করেছিল- দ্রুতই সুস্থ হয়ে উঠবেন সোহেল এবং সিরিজের বাকী ম্যাচগুলো খেলবেন। কিন্তু তার উন্নতির কোনো লক্ষণ দেখতে পাননি ফিজিওরা। তাই পাকিস্তানের ফিজিওদের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে, দক্ষিণ আফ্রিকার সফরের ইতি টানতে হচ্ছে সোহেলকে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘ডান হাঁটুর ইনজুরির কারণে চলমান দক্ষিণ আফ্রিকা সফর থেকে সড়ে যেতে হচ্ছে বাঁ-হাতি মিডল অর্ডার ব্যাটসম্যান হারিস সোহেলকে। সেঞ্চুরিয়ানে বক্সিং ডে টেস্টে খেলতে পারেননি তিনি। এখন পুরো সিরিজ থেকেই ছিটকে যেতে হলো তাকে।’
পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ১০ টেস্ট, ২৬ ওয়ানডে ও ৯টি টি-২০ ম্যাচ খেলেছেন ২৯ বছর বয়সী সোহেল।
বিডি প্রতিদিন/এনায়েত করিম