ক্রিকেট মাঠে তাকে দেখেছেন ব্যাটে ঝড় তুলতে। কিন্তু এ কোন আফ্রিদি? কারণ দুবাইয়ের রাস্তায় বিভিন্ন রূপে দেখা গেছে পাকিস্তানের সাবেক ক্রিকেট তারকা অলরাউন্ডারকে।
ইনস্টাগ্রামে পোস্ট হওয়া ভিডিওটা দেখে কখনও আফ্রিদিকে মনে হয়েছে তিনি একজন চিকিৎসক, কখনও ট্যাক্সিচালক আবার কখনও বা মনে হচ্ছে কোনো নির্মাণ শ্রমিক। বিষয়টা আসলে কী?
ভাল করে দেখলেই বোঝা যাবে, এটা একটা শ্যুটিংয়ের ‘বিহাইন্ড দ্য সিন’-এর দৃশ্য। যদিও বিষয়টা খোলসা করে কোথাও উল্লেখ করা হয়নি ৷ কিছু জানাননি আফ্রিদি নিজেও। শুধু বললেন, ‘‘কী হচ্ছে নিশ্চয় বুঝতে পারছেন না।আপনাদের সব কিছুই সময়মতো জানানো হবে। ’’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ তাফসীর