একদিনের সিরিজের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু হবে আগামী ১২ জানুয়ারি। প্রত্যাশামতোই বিশ্বকাপ ক্রিকেটের কথা মাথায় রেখে তিন পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জোস হ্যাজলেউডকে বিশ্রাম দেওয়া হয়েছে।
দলে ফেরানো হয়েছে বর্ষীয়ান পেসার পিটার সিডল, অফস্পিনার নাথান লায়ন ও উসমান খাওয়াজাকে। সিডল শেষ ওয়ানডে খেলেছিলেন ২০১০ সালের নভেম্বরে সিডনিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে। অর্থাৎ আট বছর পর ওয়ানডে দলে ফিরলেন সিডল। আবার বাদ দেওয়া হয়েছে ট্রাভিস হেড, ক্রিস লিন, ডি’আর্কি শর্ট, বেন ম্যাকডারমট, ন্যাথান কুল্টার নাইল ও অ্যাস্টন অ্যাগারকে।
ওয়ানডে দলে জায়গা ধরে রেখেছেন শুধু অধিনায়ক অ্যারন ফিঞ্চ, অ্যালেক্স ক্যারে, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোইনিস ও অ্যাডাম জাম্পা। ১২ জানুয়ারি সিডনিতেই হবে প্রথম ম্যাচ। পরবর্তী দুটি ম্যাচ যথাক্রমে এডিলেড ও মেলবোর্নে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ তাফসীর