ঘরের মাঠে টেস্ট সিরিজ হারের প্রায় দ্বার প্রান্তে দল। সিরিজে আপাতত তারা ২-১ এ পিছিয়ে। সিডনি টেস্টের যা অবস্থা, অলৌকিক কিছু না ঘটলে তাদের জেতার আশা কম। ফলে অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস লিখে ফেরার সমূহ সম্ভাবনা কোহলি অ্যান্ড কোংয়ের সামনে।
এদিকে, পরিস্থিতি তার প্রতিকূলে। এমন সময় সংবাদ সম্মেলনে তাকে যে বোমা-গুলির সামনে পড়তে হতই! অজি মিডিয়া তাকে ছেড়ে কথা বলবে না। অজি অধিনায়ক টিম পেইন নিজেও সে কথা জানতেন হয়তো। কিন্তু সংবাদ সম্মেলনের মাঝে এমন কিছু ঘটতে পারে, তা হয়তো তিনি আন্দাজ করতে পারেননি।
ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা এর আগে কখনও ঘটেছে কিনা বলা মুশকিল। সংবাদ সম্মেলনের মাঝপথে বেজে উঠল অজি অধিনায়ক টিম পেইনের মোবাইল। তিনি ফোন রিসিভ করলেন।
সিরিজের শেষ টেস্টে ৬২২ রানে প্রথম ইনিংস ডিক্লেয়ার করেছে ভারত। ফলে বিশাল রানের বোঝা মাথায় নিয়ে আপাতত ভয়ঙ্কর চাপে অস্ট্রেলিয়া। এমন কঠিন পরিস্থিতিতে পেইনের সিরিয়াস থাকার কথা। কিন্তু তিনি ছিলেন হালকা মেজাজেই।
সংবাদ সম্মেলনের মাঝে সুযোগ পেয়ে মজা করে নিলেন অজি ক্যাপ্টেন। সংবাদ সম্মেলনে বসার সময় পাশে ফোন রেখেছিলেন তিনি। হঠাৎই বেজে উঠল ফোন। পেইন বিরক্ত হলেন না। ফোন রিসিভ করলেন। রীতিমতো মজা করে ফোনের উল্টোদিকে থাকা ব্যক্তির সঙ্গে কথাও বললেন। অজি ক্যাপ্টেনের কথোপকথন ছিল এরকম-
'টিম পেইন বলছি... কে বলছেন? আপনি? দুঃখিত আমি চিনতে পারছি না। কে বলছেন? হংকং থেকে কেসি?'
ওহ্ মার্টিন, আচ্ছা আচ্ছা। ও এখন সংবাদ সম্মেলনের মাঝখানে রয়েছে, এটা হয়ে গেলে আমি ওকে তোমায় কল ব্যাক করে কথা বলি?'
'চিন্তা নেই, আমি ওকে মেইল চেক করে নিতে বলব।' এরপর একগাল হেসে আবার সংবাদ সম্মেলনে শুরু করেন পেইন। তারপর অজি সাংবাদিকদের একের পর বোমা সামলান।
বিডি প্রতিদিন/০৫ জানুয়ারি ২০১৯/আরাফাত