ভাল সময় অনেককেই পাশে পাওয়া যায়, কিন্তু খারাপ সময়ে কেউ থাকে না। ক্রিকেট মাঠে এটা বেশ ভালোভাবেই এটি উপলব্ধি করেছেন স্টিভ ওয়। আর সে জন্যই চাপে থাকা টিম পেনের অস্ট্রেলিয়ার পাশে থাকছেন তিনি।
অস্ট্রেলীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে স্টিভ বলেছেন, ‘‘এটা খুব কঠিন সময়। আমিও নিজের ১৩ নম্বর টেস্টের আগে জয়ের স্বাদ পাইনি। আপনি সব রকম চেষ্টা করে চলেছেন, কিন্তু কিছুতেই ফল পাচ্ছেন না। এই পরিস্থিতিটা সত্যিই মারাত্মক। ওই সময় নানা লোকে নানা কথা বলবে। কিন্তু এই অবস্থায় দলের পাশে থাকা, ওদের ইতিবাচক বার্তা দেওয়াটা খুব জরুরি। তাই আমি পেন আর জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি।’’
পেনদের কী বার্তা দিয়েছেন? স্টিভ বলেছেন, ‘‘আমি জানি, এখন ওদের পাশে প্রায় কেউ নেই। হারতে থাকলে যে এ রকম হয়, সেটা নিজের অভিজ্ঞতা থেকে বুঝেছি। তাই আমি ওদের সব সময় উৎসাহ দিয়ে যাচ্ছি। তাদের বলেছি, ‘তোমাদের এই কঠিন সময়টা থেকে বেরিয়ে আসতেই হবে। লড়াই করে যাও, পরিশ্রম করে যাও। ঠিক ঘুরে দাঁড়াতে পারবে। ’’
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ তাফসীর