ব্যাটে রান করতে পারেননি। তবে ফিল্ডিং করার সময়ে ক্রিকেট বিশ্বের মন জিতে নিলেন লোকেশ রাহুল। মাঠে রাহুলের সততা দেখে তাকে প্রশংসায় ভাসালেন আম্পায়াররাও। এমনিতে টিম ইন্ডিয়া প্রথমবার অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে। ভারতের প্রথম ইনিংসে ৬২২ রানের জবাবে অস্ট্রেলিয়া তৃতীয় দিনের শেষে ২৩৬/৬। এখনও ৩৮৬ রানে পিছিয়ে অজিরা। হাতে রয়েছে মাত্র ৪ উইকেট। ক্রিজে ব্যাট করছেন পিটার হ্যান্ডসকম্ব (২৮) ও কামিন্স (২৫)।
তবে সবকিছু ছাপিয়ে এখন শিরোনামে লোকেশ রাহুল। ২৬ বছরের তারকা ক্রিকেটারের স্পোর্টসম্যান স্পিরিট দেখল গোটা ক্রিকেট বিশ্ব। অস্ট্রেলীয় ইনিংসের একদম শুরুর দিকের ঘটনা। ক্রিজে ব্যাট করছিলেন দুই ওপেনার মার্কাস হ্যারিস ও উসমান খোয়াজা। স্কোরবোর্ডে তখন অজিদের স্কোর ৩২/০। প্রথম উইকেটের খোঁজে ভারতীয় বোলাররা তখন মরিয়া। ১৪ তম ওভারে বোলিং করছিলেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় স্পিনারের একটি বলে ফ্রন্টফুটে খেলেছিলেন হ্যারিস। লো ক্যাচ দারুণভাবে তালুবন্দি করেন রাহুল। ক্যামেরায় দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছিল ঝাঁপিয়ে দুর্ধর্ষ ফিল্ডিংয়ের নমুনা রেখেছেন তিনি। ভারতীয় ক্রিকেটাররাও প্রথম আউট ভেবে সেলিব্রেশন শুরু করে দিয়েছিলেন।
তবে ভুল ভাঙে তার পরেই। রাহুল উল্লসিত জাদেজার দিকে তাকিয়ে বলতে থাকেন, বল তালুবন্দি করার আগে মাটি ছুঁয়েছে। গোটা ঘটনা নজর এড়ায়নি আম্পায়ার ইয়ান গোল্ডের। তিনি রাহুলের সততায় মুগ্ধ হয়ে হাততালি দেন। তারপরে থাম্বস আপ দেখান তারকা ভারতীয়কে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ তাফসীর