স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের মাঠে পয়েন্ট হারিয়ে বছর শুরু করা রিয়াল মাদ্রিদ এবার ঘরের মাঠে হেরে গেছে। রিয়াল সোসিয়েদাদের কাছে ২-০ গোলে হেরে চলতি মৌসুমে এই নিয়ে ষষ্ঠ হারের স্বাদ পেল রিয়াল মাদ্রিদ।
রবিবার স্থানীয় সময় বিকালে সান্তিয়াগো বার্ণাব্যুতে লা লিগার ম্যাচে শুরুতেই গোল খেয়ে রিয়াল মাদ্রিদ। খেলার বাকি সময়ে সমতায় ফিরতে পারেনি। উল্টো শেষ দিকে খেয়ে বসে আরও একটি গোল।
ম্যাচের তৃতীয় মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড উইলিয়ান জোসের স্পট কিকে এগিয়ে যায় সোসিয়েদাদ। স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মেরিনোকে ডি-বক্সে কাসেমিরো ফাউল করলে পেনাল্টিটি পায় অতিথিরা। রিয়ালের দুর্বল রক্ষণভাগের সুযোগে ৮৩তম মিনিটে দ্বিতীয় গোল খেয়ে বসে দলটি। উইলিয়ান জোসের ক্রসে অরক্ষিত স্প্যানিশ মিডফিল্ডার রুবেন পার্দো হেডে বল জালে পাঠান।
লিগে ১৮ ম্যাচে ৯ জয় ও তিন ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে রিয়াল। আর ২২ পয়েন্ট নিয়ে দ্বাদশ স্থানে উঠে এসেছে রিয়াল সোসিয়েদাদ। আতলেতিকো মাদ্রিদ ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। তৃতীয় স্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ৩৩। চতুর্থ স্থানে উঠে আসা আলাভেসের পয়েন্ট ৩১। ৩৭ পয়েন্ট নিয়ে সবার উপরে স্প্যানিশ জায়ান্ট
বার্সেলোনা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন