স্প্যানিশ লা লিগায় মেসি-সুয়ারেসের গোলে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। গেতাফেকে ২-১ গোলে হারিয়ে নতুন বছর শুরু করেছে কাতালান ক্লাবটি। যদিও বার্সেলোনার বিপক্ষে দারুণ লড়াই করলেও শেষ পর্যন্ত পেরে ওঠেনি গেতাফে।
রোববার রাতে প্রতিপক্ষ মাঠে ২-১ গোলে জেতে এরনেস্তো ভালভেরদের শিষ্যরা। ম্যাচের ২০তম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। ডি-বক্সে উড়ে আসা বল প্রথম ছোঁয়ায় সামনে বাড়িয়ে দুরূহ কোণ থেকে বাঁ পায়ের শটে আসরে নিজের ১৬তম গোলটি করেন মেসি।
৩৯তম মিনিটে ডান দিক থেকে মেসির ফ্রি-কিক ঠিকমতো বিপদমুক্ত করতে ব্যর্থ হয় গেতাফের রক্ষণভাগ। বল চলে যায় ডি-বক্সের বাইরে সুয়ারেসের পায়ে। ডান পায়ের জোরালো ভলিতে কাছের পোস্ট ঘেঁষে বল ঠিকানায় পাঠান তিনি।
গেতাফে বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ৪৩ মিনিটে একটি গোল পরিশোধ করলেও নির্ধারিত সময়ে আর কোনো গোলের দেখা পায়নি দুদল।
লিগে ১৮ ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট হলো ৪০। আতলেতিকো মাদ্রিদ ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। তৃতীয় স্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ৩৩। চতুর্থ স্থানে উঠে আসা আলাভেসের পয়েন্ট ৩১। ১৮ ম্যাচে ৯ জয় ও তিন ড্রয়ে ৩০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রিয়াল।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন