ফুটবলের রাজপুত্র দিয়াগো ম্যারাডোনা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। পাকস্থলীতে রক্তক্ষরণের চিকিৎসার জন্য তাঁকে ভর্তি করতে হয়েছিল হাসপাতালে। শুক্রবারই রুটিন স্বাস্থ্য পরীক্ষার সময় কিংবদন্তি ফুটবলারের এই সমস্যা ধরা পড়ে। অবশ্য চিকিৎসকেরা জানিয়েছেন, ভয়ের কারণ নেই।
হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, ‘‘ভালবাসা সব সময়ই অপরিবর্তিত থাকে। সবাই আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। আপাতত চললাম দোরাদোয় (মেক্সিকোর দ্বিতীয় ডিভিশন ক্লাব দোরাদো দে সিনালোয়া) কোচিং করাতে।’’
এদিকে ম্যারাডোনার স্বাস্থ্যের অবস্থা নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করায় টুইটারে তাঁর মেয়ে দালমা সবাইকে আশ্বস্ত করে লিখেছেন, ‘‘যাঁরা বাবার শরীর নিয়ে চিন্তায় আছেন, তাদের জানাই, উনি ভাল আছেন।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ