লা লিগায় ঘরের মাঠে পয়েন্ট তালিকার নিচের দিকের দল রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-০ গোলের হারকে স্বাভাবিক মনে করছেন না রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার লুকা মদ্রিচ। চলতি মৌসুমে রিয়াল এই নিয়ে এবারের লিগে ষষ্ঠ হারের স্বাদ পেল। ১৮ রাউন্ড শেষে শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে আছে তারা।
এমন অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে সতীর্থদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মদ্রিচ। তিনি বলেন, “আমাদের একসঙ্গে বসতে হবে, কথা বলতে হবে এবং নিজেদের সমস্যা চিহ্নিত করতে হবে। এটা স্বাভাবিক না, এটা একবারই হয়েছে এমন না, অনেকবার ঘটেছে। আপনাকে অবশ্যই সমাধান খুঁজে বের করতে হবে। অনেক খেলোয়াড়ই নিজেদের সেরা খেলাটা খেলছে না।”
দলের বাজে পারফরম্যান্সে দারুণ চাপে আছেন কোচ সোলারি। তবে কোচকে সমর্থন দিচ্ছেন মদ্রিচ। তিনি বলেন, “কোচ অসাধারণ কাজ করছেন। কিন্তু তিনি মাঠে নেমে গোল করতে বা খেলার শুরুতে প্রতিপক্ষকে থামিয়ে দিতে পারেন না। তার প্রত্যাশা আছে। কিন্তু মাঠে আমরাই খেলি। আর আমাদের আরও ভালো করতে হবে।”
“আমাকে উন্নতি করতে হবে এবং আরও দায়িত্ব নিতে হবে। ক্লাবের জন্য এটা কঠিন একটা মুহূর্ত। কিন্তু এ ধরনের পরিস্থিতি আমাদের আরও ঐক্যবদ্ধ করবে।”
১৮ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আছে রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৪০।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ