ওয়েম্বলি স্টেডিয়ামে সেমিফাইনালের প্রথম পর্বে রাতে মুখোমুখি হচ্ছে চেলসি ও টটেনহ্যাম হটস্পার। চলতি মৌসুমেই দু'দলের আগের খেলায় ৩-১ গোলে জয় তুলে নিয়েছিলো টটেনহ্যাম। তবে সেটা ছিলো লিগের ম্যাচ।
বাংলাদেশ সময় রাত ২টায় দু'দলের এই হাইভোল্টেজ ম্যাচ শুরু হবে। ফাইনালের পথে এগুতে এ ম্যাচে জয় তুলে নিতে চাইছে পোচেত্তিনোর শিষ্যরা। এ ম্যাচে, ইনজুরির কারণে টটেনহ্যাম পাচ্ছে না লুকাস মৌরাকে। এছাড়া, দিয়ের এবং ভিক্টরকেও থাকতে হবে মাঠের বাইরে।
অন্যদিকে, ছেড়ে কথা বলবে না চেলসি। আগের ম্যাচে হারের প্রতিশোধ এ ম্যাচে নিতে চাইবে ব্লুরা। স্পারদের মত তাদেরও আছে কিছু ইনজুরি সমস্যা। তারপরও পেদ্রো, জিরু আর উইলিয়ানদের নিয়ে জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে সারির দল।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন