অস্ট্রেলিয়ার সাম্প্রতিক বাজে পারফরম্যান্সে রীতিমতো বিরক্ত শেন ওয়ার্ন। কিংবদন্তি লেগস্পিনার টিম পেইনদের সমালোচনা করেছেন একেবারে নিজস্ব ভঙ্গিতে। বোলার থেকে ব্যাটসম্যান কাউকেই ছাড়েননি ওয়ার্ন।
ভারতের বিরুদ্ধে চার টেস্টের সিরিজে কোনও অজি ব্যাটসম্যান শতরান করতে পারেননি। কোনো পেসার একটি এলবিডাব্লিউও করতে পারেননি। ওয়ার্ন বলেছেন, "কোনও পেসার একটি এলবিডাব্লিউও করতে পারেনি। অর্থাৎ বলে সেই গতি নেই। কোনো ব্যাটসম্যানের শতরান নেই। এর চেয়ে শেফিল্ড শিল্ডের ব্যাটসম্যান বা বোলাররা ভাল পারফর্ম করছে। টেস্টে এরকম জঘন্য পারফরম্যান্স। এই দল নির্বাচন কারা করছে?"
সাবেক ইংরেজ অধিনায়ক মাইকেল ভনের বক্তব্যকেও সমর্থন করেছেন ওয়ার্ন। ভন বলেছিলেন, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথরা নির্বাসন কাটিয়ে ফিরে এলেও অস্ট্রেলিয়ার সব সমস্যা মিটবে না। ওয়ার্ন বলেছেন, "আমি ভনের বক্তব্যকে সমর্থন করছি। দুর্ভাগ্যজনক হলেও এটাই সত্যি। ওয়ার্নার, স্মিথ এলে কিছু সমস্যা মিটবে। কিন্তু বাকি সমস্যার কী হবে?"
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ তাফসীর