টানা দ্বিতীবারের মতো আফ্রিকার বর্ষসেরার পুরস্কার গ্রহণ করেছেন মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। মঙ্গলবার সেনেগালের ডাকারে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন সালাহ।
সালাহ বলেন, এ পুরস্কার আমার জন্য বড় অর্জন। ছোটবেলা থেকে আমি এটা দেখে আসছি এবং এটি জয়ের স্বপ্ন দেখেছি। দ্বিতীয়বারের মতো এটি জিততে পেরে আমি গর্বিত। আমি আমার পরিবার, সতীর্থদের ধন্যবাদ দিতে চাই এবং এ পুরস্কার আমি উৎসর্গ করতে চাই আমার দেশ মিশরের জন্য।
এ পুরস্কার পাওয়ার লড়াইয়ে সালাহর সঙ্গে ছিলেন তার লিভারপুল সতীর্থ সেনেগালের সাদিও মানে ও আর্সেনালের পিয়েরি-এমরিক আবামেয়াং।
সূত্র: গার্ডিয়ান
বিডি প্রতিদিন/ফারজানা