অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য শ্রীলঙ্কা টেস্ট দলে ডাক পেলেন কুশাল পেরেরা। নিউজিল্যান্ড সফরে দানুস গুনাথিলাকার বাজে পারফরম্যান্সের পর পেরেরাকে দলে নিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে ছিলেন না অ্যাঞ্জেলো ম্যাথুস। একই সমস্যার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলেও রাখা হয়নি অভিজ্ঞ এ তারকাকে।অন্যদিকে, বাজে পারফরম্যান্সে বাদ পড়েছেন দানুসকা গুনাথিলাকা।
আগামী ২৪ জানুয়ারি অজিদের বিপক্ষে দুই ম্যাচ টেস্টের প্রথমটি খেলতে নামবে লঙ্কানরা। এই দলে দিমুথ করুনারত্নের সঙ্গে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে দেখা যেতে পারে কুশাল পেরেরাকে।
শ্রীলঙ্কা স্কোয়াড:
দিনেশ চান্দিমাল (অধিনায়ক), দিমুথ করুনারত্নে, লাহিরু থিরিমান্নে, কুশাল মেন্ডিস, সাদেরা সামারাবিক্রমা, ধনঞ্জয়া ডি সিলভা, রোশেন সিলভা, নিরোশান ডিকভেলা, কুশাল পেরেরা, দিলরুয়ান পেরেরা, লাকসান সান্দাকান, সুরাঙ্গা লাকমাল, নুয়ান প্রদীপ, লাহিরু কুমারা, দুশমান্থা চামেরা, কুসান রাজিথা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ