শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ দুই ভাই শন মার্শ ও মিচেল মার্শ। তবে তরুণ ব্যাটিং প্রতিভা উইল পুকোভস্কির অন্তর্ভূক্তি সকলকে বিস্মিত করেছে।
ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ পরাজয়ের পর দলে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। তারই ধারাবাহিকতায় নতুন ঘোষিত ১৩ সদস্যের দল থেকে আরও বাদ পড়েছেন ভারতের বিপক্ষে ফর্মহীনতায় থাকা ওপেনার এ্যারন ফিঞ্চ ও মিডল-অর্ডার ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম্ব।
গত বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরের পর প্রথমবারের দলে ফিরেছেন ইন-ফর্ম জো বার্নস। মার্কোস হ্যারিসের সাথে তাকেই হয়ত ওপেনিং জুটিতে দেখা যেতে পারে। ভারতের বিপক্ষে নিজেকে টিকিয়ে রাখার যথেষ্ঠ চেষ্টা করেছে হ্যারিস। তবে তাদেরকে অবশ্য ম্যাট রেনশ’র সাথে লড়াই করেই দলে টিকে থাকতে হবে। ঘরোয়া শেফিল্ড শিল্ডে এবারের মৌসুমে নিজেকে প্রমাণে ব্যর্থ হলেও অসি নির্বাচকরা আরও একবার তার উপর আস্থা রেখেছেন।
বৃষ্টি বিঘ্নিত ড্র হওয়া সিডনি টেস্টের দল থেকে নিজেদের জায়গা ধরে রেখেছেন অফ-স্পিনার অল রাউন্ডার মারনুস লাবুশাগনে ও ট্রেভিস হেড। পেস আক্রমণে মিচেল স্টার্ক, জোস হ্যাজেলউড ও প্যাটি কামিন্সের সাথে আরও যোগ হয়েছেন অভিজ্ঞ পিটার সিডল।
নির্বাচক প্রধান ট্রেভর হনস বলেছেন, ‘ভারতীয় সিরিজ বেশ কিছু হতাশাজনক ফলাফল উপহার দিয়েছে এতে কোনো সন্দেহ নেই। এ কারণেই দলে পরিবর্তন প্রয়োজন ছিল। গত চার টেস্টে অস্ট্রেলিয়ার কোনো ব্যাটনম্যানই সেঞ্চুরির দেখা পায়নি। বিশেষ করে এ্যারন, পিটার, শন ও মিচেল টেস্ট পর্যায়ের কোনো পারফরমেন্সই দেখাতে পারেনি। ভাল সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি।’
তবে তিনি আরও বলেছেন- তাদের কারোর জন্যই দলে ফেরার জায়গা বন্ধ হয়ে যায়নি। ঘরোয়া ক্রিকেটে আবারো নিজেদের প্রমাণ করেই জাতীয় দলে ফিরতে হবে। চলতি মাসের শেষে ওয়ানডে সিরিজেও তাদের সুযোগ ঘটতে পারে।
আগামী ২৪ জানুয়ারি ব্রিসবেনে প্রথম টেস্ট ম্যাচটি হবে দিবা-রাত্রির। এরপর ১ ফেব্রুয়ারি ক্যানবেরায় শুরু হবে দ্বিতীয় টেস্ট।
অস্ট্রেলিয়ান স্কোয়াড : জো বার্নস, প্যাট কামিন্স, মার্কোস হ্যারিস, জোস হ্যাজেলউড, ট্রেভিস হেড, উসমান খাজা, মারনুস লাবুশাগনে, ন্যাথান লিঁও, টিম পেইন (অধিনায়ক), উইল পুকোভস্কি, ম্যাট রেনশ, মিচেল স্টার্ক, পিটার সিডল।
ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ : জো বার্নস (অধিনায়ক), কুরটিস প্যাটারসন, স্কট বোল্যান্ড, জেড ডোরান, জন হল্যান্ড, মারনুস লাবুশাগনে, মাইকেল নেসার, উইল পুকোভস্কি, জেসন সাংগা, ম্যাট রেনশ, ক্রিস ট্রিমেইন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম