ফ্রেঞ্চ লিগ কাপে গত পাঁচ বছরের মধ্যে প্রথম এবং টানা ৪৯ ম্যাচ জয়ের পর হারের মুখ দেখল ইউরোপের তারকা সমৃদ্ধ ক্লাব প্যারিস সেন্ট জামেই (পিএসজি)। আর এতেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন নেইমার-এমবাপ্পেরা। বুধবার রাতে কোয়ার্টার ফাইনালে পিএসজিকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে নিল গ্যাঁগো।
বুধবার ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে যদিও গোলের শুরুটা করে পিএসজি। ৬২ মিনিটে গোলটি করেন তারকা স্ট্রাইকার নেইমার। তবে ৮১ ও অতিরিক্ত সময়ে ইয়েনি ও মাকিস চুরাম পেনাল্টি থেকে গোল করে গ্যাঁগোর জয় নিশ্চিত করেন। সর্বশেষ ২০১৪ সালে হেরেছিল টানা পাঁচবারের চ্যাম্পিয়ন পিএসজি।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৯/মাহবুব