মিশরীয়ান ফরোয়ার্ড মোহামেদ সালাহর পেনাল্টি গোলে শনিবার ব্রাইটনের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ে ফিরেছে লিভারপুল।
এদিন খেলার দ্বিতীয়ার্ধে কপাল খোলে লিভারপুলের। প্রতিপক্ষের ডি-বক্সে সালাহ ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেখান থেকে দলকে জয়সূচক গোলটি এনে দেন সালাহ।
প্রিমিয়ার লিগের এ খেলায় গত সপ্তাহে ম্যানচেস্টার সিটির কাছে হেরেছিল লিভারপুল। তবে পরের ম্যাচেই ফের জয়ে ফিরে লিভারপুল।
বিডি প্রতিদিন/এ মজুমদার