এবার কিংবদন্তি ভিভ রিচার্ডসকেও টপকে নজির গড়লেন রোহিত শর্মা। শনিবার সিডনিতে সফরকারী ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড করলেন রোহিত।
অস্ট্রেলিয়ায় এসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৮ ইনিংসে তিন সেঞ্চুরি করেছিলেন ভিভ রিচার্ডস। এদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজে ১৭ ইনিংসে এটা রোহিতের চতুর্থ সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার মাটিতে এটা অবশ্য রোহিতের পঞ্চম সেঞ্চুরি। আর এতে করে এক দিনের ক্রিকেটে ২২তম সেঞ্চুরি করে ফেললেন রোহিত শর্মা।
বিডি প্রতিদিন/এ মজুমদার