লিভারপুলের মতো ভাগ্য হয়নি আর্সেনালের। শনিবার দিনের প্রথম ম্যাচে ওয়েস্ট হ্যামের মাঠ থেকে ১-০ গোলে হার নিয়ে ফিরেছে গানাররা। এই নিয়ে তিন ম্যাচে তাদের দ্বিতীয় পরাজয়।
এই হারের ফলে উনাই এমেরির শিষ্যদের চ্যাম্পিয়নস লিগে সরাসরি খেলার স্বপ্ন জোর ধাক্কা খেয়েছে। এদিকে, আজকের ম্যাচে জয়ের পর অষ্টম স্থানে চলে এসেছে ওয়েস্ট হ্যাম।
বিডি প্রতিদিন/এ মজুমদার