কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ককে যেন স্বপ্ন দেখালেন থিসারা পেরেরা। ব্যাটসম্যানদের হারিয়ে চাপে পড়া কুমিল্লার হয়ে ঝড় তুললেন এই লঙ্কান ব্যাটসম্যান। ২৬ বলে ৩ চার ও ৮ ছক্কায় নিলেন ৭৪ রান। অধিনায়ককে দিলেন স্বস্তি।
তার ঝড়ো গতির অর্ধশতকের পথে ম্যাচের ১৯তম ওভারে রুব্বি ফ্রাইঙ্ককে কচুকাটা করেন তিনি। এক ওভারে তুলে নেন ৩০ রান। ওভারটি ছিল এমন- ২,৬,৬,৪,৬,৬। যা এই বিপিএলের রেকর্ড।
বিডি প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৯/আরাফাত