ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েম্বলি স্টেডিয়ামে টটেনহ্যাম হটস্পারকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের জয়ে দারুণ কীর্তি গড়েছেন কোচ উলে গুনার সুলশার।
সুলশায়ার যখন ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেন তখন আর্সেনালের থেকে ৮ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে ছিল ইউনাইটেড। সেই সুলশায়ারের হাত ধরেই যেন হঠাৎ করেই অন্য এক ইউনাইটেডে পরিণত হয়েছে তারা। টানা ৬ ম্যাচ জয়ের পথে শক্তিশালী স্পার্সকে তাদের মাটিতেই ০-১ ব্যবধানে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড। জয়সূচক গোলটা রাশফোর্ড করলেও মূলত ইউনাইটেডের জয়ের নায়ক তাদের স্প্যানিশ গোলরক্ষক ডেভিড ডে গিয়া।
ডে গিয়াই ছিলেন ম্যাচের নির্ধারক। হ্যারি কেইন, দেলে আলী, সনদের মুহুর্মুহু আক্রমণ একাই রুখে দেন তিনি। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে ইউনাইটেড। ১৮ মিনিটে মার্শিয়ালের শট রুখে দেন স্পার্স গোলরক্ষক লরিস।
প্রথমার্ধের একদম শেষ মিনিটে রাশফোর্ড চমকে এগিয়ে যায় ইউনাইটেড। পগবার কাছ থেকে বাড়ানো বলে গোল করে ইউনাইটেডকে বিরতির আগেই ০-১ ব্যবধানে এগিয় দেন এই ইংলিশ স্ট্রাইকার।
বিরতির পর যেন বিধ্বংসী রূপে আবির্ভূত হয় স্পার্স। ৪৭, ৪৯ ও ৫১ মিনিটে হ্যারি কেইন, দেলে আলিদের তিনটি আক্রমণ একাই নস্যাৎ করে দেন ডে গিয়া। দ্বিতীয়ার্ধসহ পুরো ম্যাচে কেইনদের ১১টি শট রুখে ইউনাইটেডকে ম্যাচে টিকিয়ে রাখেন এই স্প্যানিশ গোলরক্ষক।
১৯৪৬-৪৭ মৌসুমে ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পর সব প্রতিযোগিতা মিলে প্রথম পাঁচ ম্যাচে জয় পেয়েছিলেন ম্যাট বাসবি। হোসে মরিনহো বিদায়ের পর চলতি মৌসুমের শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পাওয়া সুলশার গত শনিবার এফএ কাপে রিডিংয়ের বিপক্ষে সহজ জয়ে বাসবির সেই কীর্তি ছুঁয়েছিলেন। টটেনহ্যামকে হারিয়ে ৭০ বছরের বেশি পুরানো রেকর্ড নিজের করে নিলেন নরওয়ের এই কোচ।
এ জয়ের ফলে ইউনাইটেড ২২ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে। লিগে ষষ্ঠ হারের স্বাদ পাওয়া টটেনহ্যাম ৪৮ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন