ভারতের বিরুদ্ধে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বিশাখাপত্তনমে লো-স্কোরিং ম্যাচে শেষ বলে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া। সিরিজের দ্বিতীয় ম্যাচে চিন্নাস্বামীতে হাই-স্কোরিং ম্যাচও শেষ হল একই ভাবে। শেষ ওভারের রোমাঞ্চকর লড়াইয়ে ভারতকে হারাল অস্ট্রেলিয়া। সেই সঙ্গে ভারতের মাটিতে প্রথমবার কোনো দ্বি-পাক্ষিক টি-২০ সিরিজ জিতল অজিরা।
প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। বেঙ্গালুরুতেও জয়ের ভূমিকায় ম্যাক্সওয়েল। চিন্নাস্বামীতে অনেক বেশি বিধ্বংসী ব্যাটিং করেন ম্যাক্সওয়েল। দুরন্ত শতরান করে ভারতকে কার্যত নিজের হাতেই বিধ্বস্ত করেন তিনি।
টসে জতি অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতকে। বিরাট কোহলির হাফসেঞ্চুরিতে ভর করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯০ রান তোলে। ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া দু’বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ১৯.৪ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৯৪ রান তুলে ম্যাচ তথা সিরিজ নিজেদের করে নেয় অজিরা।
জয়ের জন্য শেষ দু’ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ১৪ রান। ১৯তম ওভারে বুমরাহ মাত্র ৫ রান খরচ করেন। জিততে হলে শেষ ওভারে ৯ রান তুলতে হত অজিদে। প্রথম দু’টি বলে দু’টি সিঙ্গল নেয় অস্ট্রেলিয়া। পরের দু’টি বলে একটি ছক্কা ও একটি চার ম্যাচে ম্যাচে যবনিকা টেনে দেন ম্যাক্সওয়েল। তিনি ১১৩ রানে অপরাজিত থাকেনতিনি। ৫০ বলে শতরানের গণ্ডি টপকানো গ্লেন ৫৫ বলের ইনিংসে ৭টি চার ও ৯টি ছক্কা মারেন। আন্তর্জাতিক টি-২০ ক্যারিয়ারে ম্যাক্সওয়েলের এটি তৃতীয় শতরান৷
এছাড়া অজিদের পক্ষে ডার্সি শর্ট ২৮ বলে ৪০ ও পিটার হ্যান্ডসকম্ব ১৮ বলে অপরাজিত ২০ রানের ইনিংস খেলেন। অ্যারন ফিঞ্চ ৮ ও মার্কাস স্টোইনিস ৭ রানে আউট হন। ভারতের পক্ষে বিজয় শঙ্কর দু’টি ও সিদ্ধার্থ কউল একটি উইকেট নেন।
ভারত এই ম্যাচে বিশ্রাম দেয় ওপেনার রোহিত শর্মাকে৷। বদলে প্রথম ম্যাচে রিজার্ভ বেঞ্চে থাকা শিখর ধাওয়ানকে সুযোগ দেওয়া হয়। ধাওয়ানের সঙ্গে ওপেন করতে নেমে লোকেশ রাহুল আরও একবার বড় রানের ইনিংস গড়েন। তবে ব্যক্তিগত হাফসেঞ্চুরির দোরগোড়া থেকে ফিরতে হয় তাকে। ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ২৬ বলে ৪৭ রান করে আউট হন রাহুল।
ধাওয়ানের আউট নিয়ে বিতর্কের অবকাশ থেকেই যায়। স্টোইনিস যথাযথভাবে ক্যাচ ধরেছিলেন কি না তা নিয়ে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তও ভারতীয়দের খুশি করতে পারবে কি না সন্দেহ। কেননা, টেলিভিশন রিপ্লে দেখে মনে হচ্ছিল বুঝি বল স্টোইনিসের হাতে ধরা পড়ার আগে মাটি ছুঁয়েছিল৷ ধাওয়ান ২৪ বলে ১৪ রান করে আউট হন।
ঋষভ পন্ত আরও একবার ব্যর্থ হন৷ ৬ বলে মাত্র ১ রান করে আউট হন তিনি। এরপর কোহলির সঙ্গে জুটি বেঁধে ধোনি চতুর্থ উইকেটে ১০০ রান যোগ করেন। শেষে ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২৩ বলে ৪০ রান করে আউট হন ধোনি। কোহলি টি-২০ ক্যারিয়ারের ২০তম হাফসেঞ্চুরি করেন। ২টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৭২ রান করে আপরাজিত থাকেন ভারত অধিনায়ক। দীনেশ কার্তিক অপরাজিত থাকেন ৩ বলে ৮ রান করে।
অস্ট্রেলিয়ার হয়ে একটি করে উইকেট নেন বেহরেনডর্ফ, কুল্টার-নাইল, কামিন্স ও ডার্সি শর্ট। ম্যাচের সেরা হয়েছেন ম্যাক্সওয়েল। সিরিজ সেরাও হয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর