ইংল্যান্ডের বিরুদ্ধে চলমান সিরিজের প্রথম ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার বিশ্ব রেকর্ড গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই রেকর্ড বেশিদিন স্থায়ী হলো না। ক্যারিবিয়ানদের বিরুদ্ধেই সিরিজের চতুর্থ ম্যাচে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড।
২০১৪ সালের জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২২ ছক্কা মেরে বিশ্ব রেকর্ড গড়েছিল নিউজিল্যান্ড। এই রেকর্ড টিকেছিল পাঁচ বছর। চলতি মাসের ২০ ফেব্রুয়ারি ইংলিশদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২৩ ছক্কা মেরে নতুন করে রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজ। নতুন এই রেকর্ড টিকলো মাত্র ৭ দিন। এক ইনিংসে ২৪ ছক্কা হাকিয়ে সেই রেকর্ড এখন ইংল্যান্ডের দখলে।
ইংল্যান্ডের রেকর্ড গড়ায় সবচেয়ে বড় অবদান জস বাটলারের। এই কিপার-ব্যাটসম্যান ৭৭ বলে ১৫০ রানের টর্নেডো ইনিংস খেলার পথে হাঁকান ১২ ছক্কা। অধিনায়ক মর্গ্যান ৮৮ বলে ১০৩ রানের আক্রমণাত্মক ইনিংস খেলার পথে ছয়বার বল উড়িয়ে সীমানার বাইরে পাঠান। ৭৩ বলে ৮২ রান করার পথে দুটি ছক্কা হাঁকান অ্যালেক্স হেলস। আরেক ওপেনার জনি বেয়ারস্টোর ৪৩ বলে খেলা ৫৬ রানের ইনিংসে ছক্কা চারটি।
যার গ্রানাডার ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বুধবার ৬ উইকেটে ৪১৮ রানের বড় সংগ্রহ করে ইংল্যান্ড। এই ইনিংসে গড়ার পথে সব মিলিয়ে ২৪ ছক্কা হাঁকায় ওয়েন মর্গ্যানের দল।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর