ভারতীয় বিমান বাহিনীর দুটি যুদ্ধবিমান ভূপাতিত করে এক পাইলটকে পাকিস্তান আটকের পর দু'দেশের মধ্যে উত্তেজনা নতুন মোড় নিয়েছে। এরই মধ্যে ভারতকে সৌহার্দ্যের বার্তা দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম।পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ও দেশটির ক্রিকেট বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের এক সময়কার সতীর্থ এই সুইয়ের রাজা।
জাতির উদ্দেশ্যে ভাষণে ইমরান খান ভারতকে ফের আলোচনায় বসার আহ্বান জানানোর পর বুধবার সেই সৌহাদ্যের বার্তাটি দেন ওয়াসিম আকরাম। টুইটারে তিনি লেখেন, ভারাক্রান্ত হৃদয়ে আমি ভারতের কাছে আবেদন করছি, পাকিস্তান তোমাদের শত্রু নয়। তোমাদের শত্রু হল আমাদের শত্রু। কোনো রক্তক্ষয়ের আগে আমাদের বোঝা উচিত, দু’জনেই একই যুদ্ধক্ষেত্রে লড়াই করছি। যুদ্ধে জঙ্গিদের পরাজিত করতে হলে দুই ভাইকে একসঙ্গে লড়াইয়ে নামতে হবে।’
ওয়াসিম আকরামের এই টুইটটি ভাইরাল হয়। এতে লাইক দিয়েছেন ৩৬ হাজার ৬ মানুষ। আর ৮ হাজার ৯৯৬ জন ভিউয়ার্স টুইটটি পড়ছেন।
বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি, ২০১৯/বাজিত/মাহবুব