পেশির চোটে ভুগছেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস। আর এ কারণে সোমবার লেগানেসের বিপক্ষে রিয়াল খেলতে পারবেন না স্প্যানিশ এ তারকা।
বাঁ পায়ের পেশিতে প্রথম গ্রেডের চোটে ভুগছেন রামোস। ক্লাবের ওয়েবসাইটে শুক্রবার এ তথ্য জানানো হয়।
৩৩ বছর বয়সী সেন্টার-ব্যাককে কতদিন বাইরে থাকতে হবে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রথম গ্রেডের চোটের জন্য সাধারণত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকা হতে পারে। গত ৩১ মে ভিয়ারিয়ালের বিপক্ষে এমন চোটে ভুগতে হয়েছিল রিয়াল মাদ্রিদ শিবিরের আরেক তারকা খেলোয়াড় গ্যারেথ বেলকে। রিয়ালের হয়ে অ্যাইবারের বিপক্ষেও শেষ ম্যাচে মাঠে নামানো হয়নি তাকে। এবার পেশির চোটের জন্য তাকে কতদিন বাইরে থাকতে হবে তা চোট পর্যালোচনার পরই বলা যাবে।
স্প্যানিশ লা লিগায় শিরোপা জয়ের আশা আগেই শেষ হয়ে গেছে রিয়াল মাদ্রিদের। লিগে দলটির পয়েন্ট ৩১ ম্যাচে ৬০। সমান ম্যাচে তাদের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে বার্সেলোনা। লা লিগা ছাড়াও মৌসুমের অন্য দুটি প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল’রে থেকেও এরই মধ্যে ছিটকে গেছে জিনেদিন জিদানের দলটি।
বিডি প্রতিদিন/কালাম