চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে লিভারপুলকে ৩-০ গোলে হারিয়ে দিল কাতালান জায়ান্টরা। বার্সার জয়ে জোড়া গোল করেছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। বাকি ১ গোল করেছেন সুয়ারেজ।
খেলার শুরুর ১৫ মিনিট বার্সেলোনার রক্ষণে গতি আর ‘স্পিড পাসিং’র পসরা সাজিয়ে বসেছিলেন সালাহ-মানেরা। কিন্তু ২৬তম মিনিটে স্বাগতিকদের বুক থেকে বিশাল বোঝা নামিয়ে দিলেন সুয়ারেজ। লিভারপুলের ডি-বক্সের অনেকটা ভেতরে প্রবেশ করতেই ভ্যান ডাইক ও হুয়ান মাতিপের মাঝে জায়গা বানিয়ে দুর্দান্ত এক ডাইভ দেন উরুগুইয়ান তারকা। বল তার ডান পায়ে লেগে সোজা আলিসনকে ফাঁকি দিয়ে জালে জড়িয়ে যায়।
দ্বিতীয়ার্ধের শুরুটাও হয় লিভারপুলময়। ৪৭ ও ৫৩তম মিনিটে তাদের দু'টো দারুণ প্রচেষ্টা টের স্টেগানের দক্ষতার কাছে হার মানে। এরপর আরও কয়েকবার সালাহ-মানেদের সাজানো-গোছানো আক্রমণ বার্সার ডিফেন্স ভাঙতে ব্যর্থ হয়। উল্টো ৭৫তম মিনিটে ব্যবধান বাড়িয়ে দেওয়া গোল করেন মেসি। সুয়ারেজের অসাধারণ শট বারে লেগে ফিরে এলে ফিরতি শটে বল জালে জড়িয়ে দেন বার্সা অধিনায়ক।
৮২তম মিনিটে মেসিকে ফাউল করে হলুদ কার্ড দেখেন লিভারপুলের ফ্যাবিনহো। ৩০ গজ দূরে থেকে নেওয়া ফ্রি-কিকে অবিশ্বাস্য এক গোল করে বসেন মেসি। চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে এটি মেসির ১২তম গোল। আর বার্সেলোনার হয়ে এটি মেসির ৬০০তম গোল।
অ্যানফিল্ডে আগামী ৮ মে অনুষ্ঠেয় দ্বিতীয় লেগে বার্সেলোনাকে আতিথ্য দেবে লিভারপুল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ