বল বিকৃতি কাণ্ডের পরে আবার অস্ট্রেলিয়ার জার্সিতে ফিরতে চলেছেন স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি প্রস্তুতি ম্যাচ শুরু হচ্ছে আজ।
রবিবার অস্ট্রেলিয়ার বিশ্বকাপ প্রস্তুতিতে নেমে পড়েন স্মিথ এবং ওয়ার্নার। নেটে দু’জনকে কাছ থেকে দেখার পরে গ্লেন ম্যাক্সওয়েল মনে করেন, স্মিথ এবং ওয়ার্নারের খেলতে কোন সমস্যা হবে না। সাংবাদিকদের ম্যাক্সওয়েল বলেন, ‘‘আমার মনে হয় ওদের মাঠে নামতে সমস্যা হবে না। গত কয়েক দিন ওরা অসুস্থ ছিল। আশা করি, এখন ওরা সমস্যা কাটিয়ে উঠেছে। মাঠে নামার জন্য তৈরি আছে।’’
আইপিএলে মাত্র ১২ ইনিংস খেলে ওয়ার্নার করেছেন ৬৯২ রান। অনেকেই মনে করছেন, আসন্ন বিশ্বকাপেও বিধ্বংসী ফর্মে দেখা যাবে এই বাঁহাতি ওপেনারকে। কিন্তু পাশাপাশি চিন্তারও একটা আবহ তৈরি হয়েছে এই দু’জনকে ঘিরে। কেউ কেউ সংশয় প্রকাশ করেছিলেন, দলের বাকি ক্রিকেটারেরা হয়তো এই দু’জনের অন্তর্ভুক্তি ভাল ভাবে নেবেন না। কিন্তু অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার মনে করেন, টেনশনের কোনও কারণ নেই। ল্যাঙ্গার বলেছেন, ‘‘দলের বাকি সদস্যের সঙ্গে এই দুই ক্রিকেটারের কোনও সমস্যা নেই। স্মিথ এবং ওয়ার্নারকে দলে নির্বাচন করা হয়েছে। যেটা দারুণ ব্যাপার।’’
ম্যাক্সওয়েলও তাঁর কোচের সঙ্গে একমত। অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান বলেছেন, ‘‘স্মিথ, ওয়ার্নার ড্রেসিংরুমে যোগ দেওয়ার পরে খুবই স্বাভাবিক ছিল সবার আচরণ। আমরা বরং মুখিয়ে ছিলাম ওদের কাছে আইপিএলের গল্প শোনার জন্য। ডেভির (ওয়ার্নার) কাছে আমরা জানতে চাই, ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর সঙ্গে ইনিংস ওপেন করার অভিজ্ঞতা কেমন।’’
এখানেই শেষ নয়। ম্যাক্সওয়েল আরও বলেছেন, ‘‘ওরা দু’জনেই মহাতারকা। আমি এ বারে ওদের আইপিএলে খেলতে দেখেছি। দুর্দান্ত খেলেছে দু’জনে। ওরা দলে ফেরায় কোনও রকম কোনও সমস্যা হচ্ছে না।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ