পরপর দু’বলে আউট শ্রেয়স গোপাল এবং স্টুয়ার্ট বিনি। পরের বলে ক্যাচ তোলেন কৃষ্ণাপ্পা গৌতমও। কিন্তু সেই ক্যাচ ধরতে ব্যর্থ হন নিউজিল্যান্ড ক্রিকেটার ট্রেন্ট বোল্ট। ফলে আইপিএলে চতুর্থ হ্যাটট্রিকটি হাতছাড়া হয় অমিত মিশ্রের। আর সেজন্য রাগে সতীর্থকে কটাক্ষও করেছেন ডানহাতি এই লেগস্পিনার।
নিজেই একথা জানালেন মিশ্র। তিনি বলেন, ‘বোল্টকে একটু হলেও ওই মুহূর্তে কটাক্ষ করেছি। হ্যাটট্রিক মিস করলে কার না খারাপ লাগে বলুন? আমারও লেগেছে। তাই ক্যাচটা ফেলার পর বোল্টকে দু’কথা শুনিয়েছি। মুখের ওপরই বলেছি, এত সহজ ক্যাচ। তাও পারলে না! এই ক্যাচটা তুমি নিতেই পারতে। অকারণে লাফিয়ে উঠলে কেন?’
আইপিএলে চতুর্থ হ্যাটট্রিক এভাবে হাতছাড়া হওয়াটা ভুলতে পারছেন না অমিত মিশ্র। তবে বোল্টের ওপর রাগ পুষে রাখেননি। তিনি জানান, ‘ও দু’তিনবার আমাকে সরি বলেছে। দুঃখ প্রকাশ করেছে। তাই আর কী বলার থাকে বলুন তো?’
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর