নিউক্যাসলের বিপক্ষে গত শনিবার জয়ী হওয়া ম্যাচে ইনজুরিতে পড়েন মিশরীয় সুপারস্টার মোহাম্মদ সালাহ। আর এই কারণে পরের ম্যাচ খেলতে পারছেন না। এমন গুঞ্জন শোনা যাচ্ছিল গতকাল থেকেই। আজ সোমবার সেটাই নিশ্চিত করলেন লিভারপুল ম্যানেজার জারগেন ক্লপ।
লিভারপুল ম্যানেজার বলেছেন, ওর মাথার আঘাতটির কারণে খেলতে পারছে না। এমনিতে ভালো হয়েছে। কিন্তু চিকিৎসকদের পরামর্শে ওর না খেলাই ভালো হবে।
এমন দুঃসংবাদে চিন্তিত লিভারপুল ম্যানেজার বলেন, বিশ্বের সেরা দুই স্ট্রাইকার ছাড়াই আমাদের পরের ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হতে হবে। এটা সহজ হবে না। তবে যেহেতু মাঠে ১১ খেলোয়াড় নিয়ে আমরাও নামবো, আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো।
বিডি প্রতিদিন/০৬ মে ২০১৯/আরাফাত