১৭ জুলাই, ২০১৯ ১৮:৩৪

বাজে পারফরম্যান্সে প্রধান নির্বাচকের পদ ছাড়লেন ইনজামাম

অনলাইন ডেস্ক

বাজে পারফরম্যান্সে প্রধান নির্বাচকের পদ ছাড়লেন ইনজামাম

সদ্য শেষ হওয়া ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে কাঙ্খিত ফলাফল দেখাতে পারেনি পাকিস্তান ক্রিকেট দল। সেমিফাইনালের খেলা থেকে ছিটকে গিয়ে পঞ্চম স্থান থেকে বিশ্বকাপ শেষ করে ’৯২ বিশ্বচ্যাম্পিয়নরা। 

তাই দলের এমন হতাশাজনক পারফরমেন্সের কারণে দায়িত্বে থাকা প্রধান কোচ ও নির্বাচক কমিটিতে পরিবর্তন আনার চিন্তা করছে দেশটির ক্রিকেট বোর্ড। 

এদিকে আগামী ৩০ জুলাইয়ের পর পাকিস্তানের ক্রিকেট দলের প্রধান নির্বাচকের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির কিংবদন্তি ক্রিকেট তারকা ইনজামাম-উল হক।

বুধবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে নিজের পদত্যাগের ঘোষণা দেন পাকিস্তানের সাবেক দলপতি।

তিনি বলেন, আমি মনে করি, এটা পদত্যাগেরই সময়। আমি আমার মেয়াদ শেষ করব। আর সেটা শেষ হবে ৩০ জুলাই।

তিনি বলেন, যুক্তরাজ্য থেকে দেশে ফিরে পিসিবিকে বলব, আমি আমার পদে আর থাকতে চাই না। ২০১৬ সালে এই পদে যোগ দেয়ার পর খুবই ভালো সময় কাটিয়েছি। আমার মনে হয় এখনই পদ থেকে সড়ে যাওয়ার সঠিক সময়।

পিসিবি আমাকে এই পদে দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ায় আমি তাদের প্রতি কৃতজ্ঞ।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর