প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও এই জসপ্রিত বুমরাহ’র তোপে কাঁপছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। হ্যাটট্রিকের দেখা পান এই পেসার। ফলে ভারতের প্রথম ইনিংসের ৪১৬ রানের জবাবে ৮৭ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে বসেছে তারা।
শনিবার দ্বিতীয় দিনের খেলায় ব্যাটিং করতে নামা উইন্ডিজরা শুরু থেকেই বুমরাহ’র আগুন বোলিংয়ের উইকেট হারাতে থাকে। ২২ রানেই পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। এই পাঁচ উইকেটের সবকটিই নেন বুমরাহ। ড্যারেন ব্রাভো, শামরাহ ব্রুকস ও রোস্টন চেজকে বিদায় করে মাত্র তৃতীয় ভারতীয় হিসেবে টেস্টের হ্যাটট্রিকের মর্যাদা পান বুমরাহ।
ডানহাতি এই পেসার পরে জেসন হোল্ডারের উইকেটটিও তুলে নেন। ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন শিমরন হেটমায়ার।
বুমরাহ ৯.১ ওভার বোলিং করে তিন মেডেনসহ ১৬ রানে ৬টি উইকেট তুলে নেন। বাকি একটি উইকেট দখল করেন মোহাম্মদ শামি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ