‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ প্রতিযোগিতার চাঁদপুর পর্বে ৪০ জন সাঁতারু ইয়েস কার্ড পেয়েছেন। শনিবার (৫ জুলাই) সকাল ১১টায় চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা সড়কে অবস্থিত ‘অঙ্গীকার’ সংলগ্ন লেকে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে ছয় জেলার ১৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। দুপুর ২টার মধ্যে প্রতিযোগিতা সম্পন্ন হয়।
প্রতিযোগিতার অংশ হিসেবে ইয়েস কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মোহসিন উদ্দিন।
তিনি বলেন, ‘চাঁদপুর নদীবেষ্টিত জেলা, এখানে প্রতিটি গ্রামেই এমন অনেক তরুণ-তরুণী রয়েছে যারা ছোটবেলা থেকেই পানির সঙ্গে বেড়ে উঠেছে। তারা প্রাকৃতিকভাবে সাঁতারে দক্ষ। আমাদের লক্ষ্য হলো এই প্রাকৃতিক প্রতিভাগুলোকে সঠিক প্রশিক্ষণ ও সুযোগ দিয়ে আন্তর্জাতিক মানের সাঁতারু হিসেবে গড়ে তোলা।’
তিনি আরও বলেন, ‘সাঁতার কেবল খেলা নয়, এটি জীবন রক্ষার একটি গুরুত্বপূর্ণ দক্ষতা—বিশেষ করে নদী-উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য। এই প্রতিযোগিতা জনসচেতনতার একটি অংশ হিসেবেও বিবেচিত হওয়া উচিত।’
বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এবং বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ফাহিম আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন। তিনি বলেন, ‘উৎসবমুখর পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়েছে। এখান থেকে বাছাইকৃত সাঁতারুদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আমাদের লক্ষ্য—বাংলাদেশ থেকে আন্তর্জাতিক মানের সেরা সাঁতারু তৈরি করা।’
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাড়াও উপস্থিত ছিলেন প্রবীণ ও নবীন সাঁতারু এবং স্থানীয় দর্শকবৃন্দ।
আয়োজকরা জানিয়েছেন, ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ–২০২৫’ প্রতিযোগিতায় মোট অংশগ্রহণকারীদের মধ্যে ৯ থেকে ১১ বছর বয়সী বালক ছিল ৩০ জন এবং বালিকা ৬ জন। এছাড়া ১২ থেকে ১৫ বছর বয়সী বালক ছিল ১০৯ জন এবং বালিকা ২৩ জন।
ইয়েস কার্ডপ্রাপ্তদের মধ্যে ৯–১১ বছর বয়সী বালকদের মধ্যে নির্বাচিত হয়েছে ৪ জন এবং বালিকাদের মধ্যে ৩ জন। অন্যদিকে, ১২–১৫ বছর বয়সী বালকদের মধ্যে ২০ জন এবং বালিকাদের মধ্যে ১৩ জন ইয়েস কার্ড পেয়েছে। সব মিলিয়ে ইয়েস কার্ডপ্রাপ্ত সাঁতারুদের মধ্যে বালক ২৪ জন এবং বালিকা ১৬ জন।
বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজন প্রথম পর্বের শেষ আয়োজন ছিল চাঁদপুরে।
বিডি প্রতিদিন/জামশেদ