চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের সঙ্গে দুই দিনের প্রস্তুতি ম্যাচে নেমেছে আফগানিস্তান। সকাল দশটায় শুরু ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। অন্যদিকে, বিসিবি একাদশকে নেতৃত্ব দিচ্ছেন কাজী নুরুল হাসান সোহান।
দুই দলেই আছেন ১৫ জন করে খেলোয়াড়। ব্যাটিং-বোলিং ১১ জন করতে পারলেও খেলতে পারবেন দলে থাকা সবাই।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তানের মুখোমুখি প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী বৃহস্পতিবার।
আজ বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম যাবে বাংলাদেশ দল। টেস্ট দলে থাকা কেউ প্রস্তুতি ম্যাচে নেই।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ